ইরাকের একটি বিয়ে বাড়িতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০০ জনের
মৃত্যুর খবর পাওয়া গেছে। আরো ১৫০ আহত হয়েছেন। মৃতদের মধ্যে বর ও কনে রয়েছে বলে স্থানীয়
গণমাধ্যম জানিয়েছে। খবর রয়টার্সের।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত
১০টা ৪৫ মিনিটে ইরাকে উত্তরাঞ্চলীয় নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় এ অগ্নিকাণ্ডের
ঘটনা ঘটে।
নিনেভেহ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ১০০ জনের মৃত্যু এবং ১৫০ জনের বেশি
আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়, তা জানা যায়নি। আতশবাজির আগুন থেকে আগুন
লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদফতর জানিয়েছে, ভবনের দাহ্য গ্যাসের কারণেই
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আরআই