মন্তব্য
নওগাঁয় ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রানীনগর উপজেলা অডিটোরিয়ামে ফ্রান্স ভিত্তিক দাতা সংস্থার অর্থায়নে সোস্যাল এইড এ খাদ্যসামগ্রী বিতরণ করে।
খাদ্যসামগ্রীর মধ্যে আছে ২৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ৫ লিটার সয়াবিন তেল ও মুরগির ৩০টি ডিম। খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার ভূমি হাফিজুর রহমান।
খাদ্যসামগ্রী বিতরণকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, সোস্যাল এইড এর পরিচালক মোহাম্মদ আলী সোহেল ও প্রজেক্ট স্পেশাল্টি ইসাহাক এম সোহেল, রানী'র প্রধান নির্বাহী ফজলুল হক খান উপস্থিত ছিলেন।
বিডি/সি/এমকে