উমরাহ পালনে আলংকারিক পোশাক পরিধানে নিষেধাজ্ঞা

রবি
১৬ সেপ্টেম্বর ২০২৩

উমরাহ পালনে যাওয়া নারীদের আলংকারিক পোশাক পরিহার করে সাদাসিধে পোশাক নির্বাচন করার কথা জানিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহবিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের ওমরাহ ও হজ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ খবর জানানো হয়েছে। খবর গালফ নিউজের।

 

গালফ জানিয়েছে- ওই পোস্টে লেখা হয়, ‘নারীরা উমরাহর জন্য আলংকারিক পোশাক পরিহার করে সাদাসিধে পোশাক নির্বাচন করবেন। পোশাক ঢিলেঢালা হতে হবে। পোশাক এমন হতে হবে, যা পরিধান করার পর দেহের কোনো অংশ প্রকাশিত হবে না।

 

উমরাহ সফরে এসব নিদের্শনা পালন করে নারীরা যেকোনো পোশাকই পরিধান করতে পারবেন।

 

বর্তমানে উমরাহ ভিসা ব্যবহার করে সৌদি আরবের যেকোনো শহর ভ্রমণ করার পারমিট দিয়েছে দেশটির সরকার। সেই সাথে উমরা ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হয়েছে। যারা উমরাহ পালনে মক্কা-মদিনায় যান, তারা চাইলে রিয়াদ, দাম্মাম বা অন্য যেকোনো শহরে (একই ভিসা ব্যবহার করে) যেতে পারবেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর