বন্দিবিনিময় চুক্তির আওতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাজাপ্রাপ্ত তারেক রহমানকে দেশে আনতে চায় সরকার। আইনানুগভাবে বন্দিবিনিময় বিষয় নিয়ে যুক্তরাজ্যের সঙ্গে আলোচনাও হয়েছে সরকারের।
আলোচনার বিষয়টি মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। রাজধানী ঢাকায় ফরেইন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ-যুক্তরাজ্য পঞ্চম কৌশলগত সংলাপ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, তারেক রহমান রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাজ্যে অবস্থা করছেন।
তারেক রহমানের বিরুদ্ধে হওয়া অনেকগুলো মামলার মধ্যে এখন পর্যন্ত চারটিতে তার বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। সরকার অনেক দিন ধরেই তাকে দেশে এনে সাজা কার্যকরের চেষ্টা করছে।
পররাষ্ট্র সচিব জানান, বন্দিবিনিময় চুক্তি ছাড়াও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে দেশটির সঙ্গে। সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে যুক্তরাজ্য। প্রয়োজনে এ কাজে সহায়তার প্রস্তাবও দিয়েছে তারা।
সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর যুক্তরাজ্যের হয়ে নেতৃত্ব দেন দেশটির ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন।
বিডি/আরডি/এমকে