এখন মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর ২০২৩

প্রতিটি মুহূর্তে দেশের মানুষ এখন সরকারকে সরে যেতে দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণ হিসেবে বলেছেন, এখন মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। চাল, ডাল, খাওয়া, কাপড়ের দাম- সবকিছু অসহনীয় হয়ে গেছে তাদের কাছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে আলোচনা সভায় এসব কথা বলেন। রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এ সভা হয়।

 

মির্জা ফখরুল বলেন, এখন জগদ্দল পাথরের মতো জাতির ওপর চেপে বসে আছে এ দানবীয় সরকার। তারা সবকিছু তছনছ করে দিয়েছে। দেশের সব অর্জন তারা নষ্ট করে দিয়েছে।

বিএনপি মহাসচিব জানান, এখন মানুষ অন্তর থেকে পরিবর্তন চায়। তরুণদের এগিয়ে আসতে হবে দেশ জাতিকে রক্ষা করতে। আসুন, দেশ ও জাতিকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি আমরা।

একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম চালিয়ে গেলে বিজয় সুনিশ্চিত বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু আলোচনা সভায়  সভাপতিত্ব করেন।

 

বিডি/আরডি/এমকে


মন্তব্য
জেলার খবর