সরকার পতনের আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে ড. ইউনুসের প্রসঙ্গ আনা
হয়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনতিবিলম্বে
আমরা যদি এ সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারি, তাহলে দেশকে রক্ষা করা খুব
কঠিন হয়ে যাবে।
বুধবার রাজধানী দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচির উদ্বোধন
অনুষ্ঠানে ফখরুল এসব কথা বলেন।
মশার ওষুধ কেনায় ব্যাপক দুর্নীতি হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেছেন,
আবার সিটি করপোরেশনে এটা প্রমাণিত হলো, এডিস মশা ধ্বংসের নামে যে ওষুধ কেনা হলো, সেখানেও
ব্যাপক দুর্নীতি করা হয়েছে। দেখা যাচ্ছে যে, সেই ওষুধগুলোর মধ্যে কোনো গুণই নেই! সেটা
মশা নিধনে সাহায্য করছে না।
তিনি বলেন, এখানে অনির্বাচিত যে স্থানীয় সরকার; কমিশনার বা মেয়র, জনগণের
কাছে তাদের যেহেতু দায়বদ্ধতা নেই, সে জন্য তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছেন এ সমস্যা
সমাধান করতে। কারণ তাদের তো এদিকে নজর নেই, তাদের নজর হচ্ছে দুর্নীতির দিকে। কিভাবে
টাকার পাহাড় গড়ে তোলা যায় সেদিকে।
আওয়ামী লীগের মূল লক্ষ্য দুর্নীতি মন্তব্য করে তিনি বলেন, ‘সারাদেশে যখন
ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করে, তখন স্বাস্থ্যমন্ত্রীসহ মেয়ররা বিদেশ ভ্রমণ করেছেন।
আসলে তাদের লক্ষ্যই থাকে কীভাবে দুর্নীতি করা যায়।’
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ব্যক্তিগত প্রতিহিংসার শিকার
বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ড. ইউনূসের
ব্যাপারটা আমরা এভাবে দেখি, এখানে ব্যক্তিগত প্রতিহিংসার ব্যাপার রয়েছে। আরেকটা ব্যাপার
আছে, এ মুহূর্তে এটাকে এত দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা; ইটস আ ডাইভার্সন অব দ্য মেইন
ইস্যু। আমাদের প্রধান যে ইস্যুটা, সরকার পরিবর্তন করতে হবে। পদত্যাগ করতে হবে। সেটা
ডাইভার্ট করার জন্য এটাকে সামনে নিয়ে এসেছে সরকার।’
আরআই