পিটুনিতে আহত চার সন্তানের মায়ের মৃত্যু, স্বামী পলাতক

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
২০ অগাস্ট ২০২৩

রংপুরের পীরগঞ্জে সালমা বেগম নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা বলছেন, স্বামীর পিটুনিতে আহত হওয়ার পরে মৃত্যু হয়েছে তার। ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছে স্বামী। রামনাথপুর ইউনিয়নের আবদুল্যাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, আবদুল্যাপুর গ্রামের সাহেব উদ্দিনের পুত্র ওবায়দুর রহমান (৪৮) তার স্ত্রী সালমা বেগমকে শনিবার দুপুরে বেধরড়ক মারপিট করে। পারিবারিক কোলহের জেরে এ মারপিটে গুরুত্বর আহত হয় স্ত্রী।

এদিকে আহত হলেও স্ত্রীর কোন ধরণের চিকিৎসার ব্যবস্থা করেনি ওবায়দুর রহমান। উপরুন্ত রাতে তার চার কন্যা সন্তানকে তালা দিয়ে একটি রুমে আটকে রাখে। আর অসুস্থ স্ত্রীকে নিয়ে পাশের রুমে শুয়ে পড়েন।

রোববার সকালে তার সন্তানরা রুম হতে বের হওয়ার জন্য চিল্লাচিল্লি শুরু করে। এ সময় পাশের বাড়ি হতে লোকজন এসে দেখেন- রুমে তালা দেওয়া। তারা তখন ওই সন্তানদের বাবা-মাকে ডাকতে ওবায়দুর রহমানের শোবার রুমে যায়, তখন সালমার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পীরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

বিডি/আব্দুল হাকিম ডালিম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর