মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ও জামায়াতের সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটের দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
মৃত্যুর আগে সাঈদীর দুই বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। চিকিৎসকরা যথাসাধ্য চেষ্টা করেও তাকে বাঁচতে পারেননি।
রোববার (১৩ আগস্ট) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় বিকাল ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাঈদী। বুকের ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে ২০১৩ সালে ২৮ ফেব্রুয়ারি একই অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিডি/আরআই/এমকে