এ সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়: ফখরুল

রবি
১১ অগাস্ট ২০২৩

বর্তমান সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের দাবিতে আন্দোলন করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ জন্য দলটি আজ শুক্রবার রাজধানীতে গণ মিছিলের আয়োজন করে। এসময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচন করতে দেওয়া হবে না। জীবন দিয়ে হলেও রাজপথের আন্দোলনে সরকার পতন ঘটানো হবে।

 

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার আমাদের সকল অর্জন ধ্বংস করে দিয়েছে। আমাদের বিচারব্যবস্থা শেষ করে দিয়েছে। বিচার বিভাগের মধ্য দিয়ে আমাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। তাতে কি আন্দোলন থেমে গেছে? থামানো কি যায়? না।

 

তিনি বলেন, ২০১৪ ও ’১৮ সালের মতো নির্বাচন করে পার পেতে চায় আওয়ামী লীগ। কিন্তু দেশের জনগণ সেটা হতে দিবে না।

 

বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এ নির্বাচন কমিশন ভেঙে দিয়ে নতুন কমিশন গঠন করতে হবে।

 

তিনি বলেন, ‘দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে। এবারের লড়াই জীবনপণ লড়াই। কোনোভাবেই আমাদেরকে আটকানো যাবে না।

 

আরআই


মন্তব্য
জেলার খবর