দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্র, মৃত অন্তত ৩৬

রবিউল ইসলাম
১০ অগাস্ট ২০২৩

ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অঙ্গরাজ্যটির লাহাইনা শহর। শহরটিতে এ পর্যন্ত দাবানলের কারণে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটি।

 

দাবানলের প্রকোপ ক্রমশ বাড়ায় ১০ হাজার মানুষকে নিরাপদ স্থানে ছড়িয়ে নেওয়া হয়েছে। খবর সিএনএনের।

 

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হাওয়াই দ্বীপপুঞ্জে হেক্টরের পর হেক্টর বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন লাহাইনা শহরের বাসিন্দারা। চারদিকে সমুদ্রবেষ্টিত মাউই অংশের লাহাইনা শহরের অসংখ্য মানুষ আগুন থেকে বাঁচতে পানিতে ঝাঁপিয়ে পড়ছেন, ঘটেছে হতাহতের ঘটনা। এখন পর্যন্ত অন্তত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে শহরটিতে।

 

আগুন নেভাতে কাজ করছেন কয়েকশ’ দমকলকর্মী। ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টারও। তবে, বাতাসের তীব্রতা বেশি থাকায় আগুন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না।

 

আরআই


মন্তব্য
জেলার খবর