পড়াশোনা করে জীবন সুন্দর করতে চান ১১০ বছরের বৃদ্ধা

রবি
০৮ অগাস্ট ২০২৩

অনেকেই এমন আছেন যারা পড়াশোনার নাম শুনলে পালায়। চরম বিরক্তির ভাব করে। মুখ বেকিয়ে চলে যায়। কিন্তু অনেকে এমন আছেন যাদের পড়াশোনার প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। তেমনই একজ হলেন সৌদি নারী আল-কাহতানি। পড়াশোনার অদম্য ইচ্ছার কাছে বাধা  হতে পারেনি বয়স। তার বয়স এখন ১১০। এ বয়সেই ভর্তি হলেন স্কুলে।

 

চার সন্তানের জননী এ বৃদ্ধার বাড়ি সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উমওয়াহ গভর্নরেটে। তার বড় ছেলের বয়স ৮০ বছর আর ছোট ছেলের ৫০ বছর।

 

 কাহতানি বয়স্ক শিক্ষা কেন্দ্রের একটি প্রতিষ্ঠানে পড়াশোনা শুরু করেছেন। গত সপ্তায় তিনি সেখানে ভর্তি হয়েছেনে। প্রতিষ্ঠানটি বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের বর্ণমালা ও কোরআনের আয়াত শেখায়। আবর নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।  

 

পড়তে ও লিখতে শেখা তার জীবন পরিবর্তন করে দিয়েছে। তিনি পড়াশোনা উপভোগ করছেন। প্রতিদিনের হোমওয়ার্ক করেন। বলেন কাহতানি।

 

আল-কাহতানি আরও বলেন, ১০০ বছরে এসে পড়াশোনা শুরু করা যে কারো জন্যই অনেক কঠিন বিষয়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর