ইউক্রেনে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া, নিহত ৫

রবি
০৮ অগাস্ট ২০২৩

ইউক্রেনে দীর্ঘ সময় ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এতো লম্বা সময় পার হয়ে গেলেও কোনো ফলাফল দেখা যাচ্ছে না যুদ্ধের। রোববার দেশটির দোনেৎস্ক অঞ্চলের পোকরোভস্ক শহরে ফের হামলা চালিয়েছে রাশিয়া। এতে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আরো অন্তত ৩১ জন আহত হয়েছেন।

 

 

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর কিলিমেনকো এ তথ্য জানিয়েছেন। কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

 

আল-জাজিরা জানায়, হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের একাধিক ভিডিও ও ছবি প্রকাশ করেছে ইউক্রেন সরকার। এতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র হামলায় একটি পাঁচতলা ভবনের একাংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রথম হামলায় চারজন বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া দ্বিতীয় দফা হামলায় দোনেৎস্কের জরুরি সেবাদাতা সংস্থার এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় তল্লাশি ও উদ্ধার কাজ চলছে। ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচ তলা আবাসিক ভবনের একটি তলা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। রাশিয়া ‍পূর্ব ইউক্রেনে শুধু ভাঙা ও পোড়া ইট-পাথর রেখে যাওয়ার চেষ্টা করছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর