পাকিস্তানের বেলুচিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন নিহত
হয়েছেন। সোমবার (৭ আগস্ট) রাতে বেলুচিস্তানের পঞ্জগুর জেলায় বোমা বিস্ফোরণের ঘটনা
ঘটেছে। খবর দ্য ডনের।
পঞ্জগুরের ডেপুটি কমিশনার আমজাদ সোমরো বলেন, ‘বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে
আসা একটি গাড়িকে লক্ষ্য করে ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়েছিলো। গাড়িটিতে বালগাটার ইউসি
চেয়ারম্যান ইশতিয়াক ইয়াকুবসহ বেশ কয়েকজন যাত্রী ছিলেন। গাড়িটি বলগাটার এলাকায়
চাকর বাজারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ল্যান্ডমাইনটি বিস্ফোরিত হয়। এতে ইউপি চেয়ারম্যানসহ
৭ জন মারা যান।’
নিহত অন্যরা হলেন- মোহাম্মদ ইয়াকুব, ইব্রাহিম, ওয়াজিদ, ফিদা হুসেন, সরফরাজ
এও হায়দার। তারা বালগাটার ও পঞ্জগুরের বাসিন্দা। তবে নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয়
এখনো জানা যায়নি।
কে কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।
আরআই