মিয়ামির হয়ে চার ম্যাচে ৬ গোল মেসির

International
০৭ অগাস্ট ২০২৩

বেশ ভালো সময় পার করছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মায়ামিতে যোগদানের পর থেকে আরো দুর্দান্ত সময় যাচ্ছে তার। মায়ামির হয়ে প্রতিটি ম্যাচে গোল পেয়েছেন তিনি। টানা চার ম্যাচে গোল পেলেন তিনি। এ পর্যন্ত ৬টি গোল করেছেন তিনি।

 

সোমবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় এফসি ডালাসের বিপক্ষে মাঠে নামে মায়ামি। মাঠে নেমেই চমক দেখান মেসি। ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় প্রতিপক্ষের গোলে বল জড়ান মেসি।

 

লিগস কাপের শেষ ষোলোতে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও এফসি ডালাস। ম্যাচটিতে মাত্র ৬ মিনিটের সময়ে দলকে লিড গোল এনে দেন লিওনেল মেসি। ম্যাচের ৩৭ মিনিটের মাথায় খেলায় সমতায় ফেরে। মিডফিল্ডার ফ্যাকুন্ডো কুইগননের গোলো এগিয়ে যায় দলটি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর