ইসরাইলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

রবি
০৭ অগাস্ট ২০২৩

দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে আবারও তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার জেনিন শরণার্থী শিবিরের কাছে গুলি তাদের হত্যা করে ইসরাইল। খবর আল-জাজিরার।

 

আল জাজিরা জানিয়েছে, রোববার জেনিন শরণার্থী শিবিরের কাছে একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি বাহিনী। এতে গাড়িতে থাকা তিন ফিলিস্তিনি গুলিতে নিহত হন। স্থানীয় একটি গণমাধ্যমের দাবি, গাড়িটি লক্ষ্য করে ১০০টিরও বেশি গুলি ছোঁড়ে ইসরাইলি সেনারা।

 

তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছে ইসরাইলি বাহিনী। তাদের দাবি, ঐ ফিলিস্তিনিরা সন্ত্রাসী হামলা চালাতে যাচ্ছে বলে তাদের কাছে খবর ছিলো। এ জন্য তাদেরকে নিষ্ক্রীয় করতে গুলি করা হয়। দলটি হামাস দ্বারা নিয়ন্ত্রিত বলেও দাবি করেন তারা।

 

ইসরাইলি বাহিনীর এমন হত্যাযজ্ঞের প্রসংশা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

 

ইসরাইলি বাহিনীর এমন হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে হামাস। তারা বলেছে, তারা এ মৃত্যু বৃথা যেতে দেবে না। এর প্রতিশোধ নেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর