পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খান গ্রেফতার ও কারাদণ্ডের বিষয়ে কোনো
কথাই বলবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এটার পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যু বলে জানিয়েছে
বাইডেন সরকার। শনিবার জিও নিউজের এ ই-মেইলের উত্তরে এ কথা জানায় দেশটি।
মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, ‘পাকিস্তানকে গণতান্ত্রিক নীতি ও আইনের শাসনের
প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানাই আমরা। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেমনটা
হয়।’ বরাবরের মতো ইমরান সরকার পতনের পেছনে তাদের হাত আছে বলে অস্বীকার করে দেশটি।
শনিবার (৫ আগস্ট) তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী
ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদের ট্রায়াল কোর্ট। এছাড়াও আদালতের রায়ে
তাকে এক লাখ রুপি জরিমানা ও ৫ বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে। আদালতের
রায়ের পরপরই তাকে লাহোরের জামান পার্কের বাসভবন থেকে গ্রেফতার করে পাঞ্জাব পুলিশ।
আরআই