মালয়েশিয়ায় বৈধ কাগজপত্র না থাকায় ২৫২ জন বাংলাদেশিকে আটক করেছে কুয়ালালামপুর
ইমিগ্রেশন বিভাগ। মোট ৪২৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। শুক্রবার মধ্যরাতে
কুয়ালালামপুরের চেরাসের তামান কনটের ৩টি ভিন্ন ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা
হয় বলে জানিয়েছে দেশটি। খবর মালয় মেইলের।
বিষয়টি নিশ্চিত করে কুয়ালালামপুর ইমিগ্রেশন অধিদফতরের পরিচালক শামসুল বদরিন
বলেছেন, শুক্রবার মধ্যরাতে অভিযান চালিয়ে ৮০ জন ইমিগ্রেশন কর্মকর্তা মোট ৬০০ জন দেশি-বিদেশি
নাগরিকের কাগজপত্র যাচাই করেন। তাদের মধ্যে কাগজপত্র নেই এমন ৪২৫ জন অবৈধ বিদেশি নাগরিককে
আটক করা হয়েছে। এদের মধ্যে ৩৭২ জন পুরুষ এবং ৫৩ জন নারী।
আটক অভিবাসীদের মধ্যে বাংলাদেশের ২৫২, মিয়ানমার ১০৮, ইন্দোনেশিয়া ৩০, নেপাল
২০, পাকিস্তান ৭, কম্বোডিয়া ৬ এবং ফিলিপাইনের ২ জন রয়েছেন বলে জানান তিনি।
তিনি আরো বলেন, ‘পাস বা পারমিটের অপব্যবহার, অবৈধভাবে পরিচয়পত্র ছাড়া অবস্থানসহ
বিভিন্ন অরাধের কারণে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বিভিন্ন নির্মাণাধীন ভবন
ছাড়াও শিল্প-কারখানা এবং পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।’
আরআই