ভারতে ফের স্কুলে হিজাব পরতে বাধা, প্রতিবাদ করায় ছাত্রকে মারধর

রবি
০৬ অগাস্ট ২০২৩

ভারতের ত্রিপুরার একটি স্কুলে মুসলিম মেয়েদের হিজাব পরতে বাধা দিয়েছে হিন্দুত্ববাদী একটি সংগঠন। এসময় তারা হিজাব পরার কারণে মুসলিম মেয়েদের স্কুলে ঢুকতে বাধা দেয়। তাদের এ কর্মকাণ্ডের প্রতিবাদ করলে এক ছাত্রকে মারধর করে হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন। খবর এনডিটিভির।

 

স্থানীয়দের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দশম শ্রেণির ওই ছাত্রকে টেনেহিঁচড়ে স্কুলের সামনে নিয়ে মারধর করা হয়। এসময় স্কুলটির প্রধান শিক্ষকসহ অন্য কোনো শিক্ষকই ওই শিক্ষার্থীকে রক্ষা করতে এগিয়ে আসেননি। এমনকি স্কুলের প্রধান শিক্ষকও ছাত্রীদের স্কুলে হিজাব পরে আসতে নিষেধ করেন।

 

 

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এক সপ্তাহ আগে একটি ডানপন্থি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত দাবি করা স্কুলের সাবেক একদল ছাত্র স্কুলে আসে। এসময় তারা স্কুল প্রাঙ্গনে মুসলিম ছাত্রীদের হিজাব পরার অনুমতি দেয়ার বিষয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করে এবং হিজাবে নিষেধাজ্ঞা দিতে প্রধান শিক্ষককে অনুরোধ জানায়।

 

যেহেতু হিজাবের বিষয়ে সরকারিভাবে কোনো নিষেধাজ্ঞা নেই এজন্য তাদের অনুরোধ আমলে নিয়ে প্রধান শিক্ষক মৌখিকভাবে শিক্ষার্থীদের স্কুলে হিজাব না পরার নির্দেশনা দেন।

 

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে, প্রতিবাদে সড়কও অবরোধ করেছেন তারা।

 

পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ওই ঘটনার পর থেকে সেপাহিজলা জেলার বিশালগড় মহকুমা এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর