লেবাননে সৌদি নাগরিকদের সাবধানে চলাচলের আহ্বান

International
০৫ অগাস্ট ২০২৩

লেবাননে সৌদি নাগরিকদের দেশটির নিষেধাজ্ঞা মেনে চলাচল করার আহ্বান জানিয়েছে দেশটিতে অবস্থিত সৌদি দূতাবাস। কোন কোন এলাকায় চলাফেরা নিষিদ্ধ তা জানায়নি প্রতিষ্ঠানটি। তবে দেশটির সশস্ত্র সংঘাতময় এলাকার কাছাকাছি না যাওয়ার বিষয়েও নাগরিকদের সতর্ক করা হয়েছে।

 

লেবাননে অবস্থিত সৌদি দূতাবাস মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্সের।

 

ওই পোস্টে বলা হয়েছে, সৌদি নাগরিকদের যেকোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য দূতাবাস কয়েকটি ফোন নম্বরও দিয়ে দেওয় হয়েছে।

 

১ আগস্ট লেবাননের জন্য ভ্রমণনীতি আপডেট করে যুক্তরাজ্য। লন্ডন জানায়, অতি প্রয়োজন না হলে লেবাননের দক্ষিণের আইন এল-হিলওয়েহ শিবিরের কাছে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

প্রয়াত ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের রাজনৈতিক দল- ফাতাহ এবং কট্টর উগ্রপন্থিদের মধ্যে ২৯ জুলাই শুরু হওয়া লড়াইয়ে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই জঙ্গি।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর