রাশিয়াকে রুখতে একরে পর এক ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। সম্প্রতি রাশিয়ার
রাজধানী মস্কোয়ে একাধিক ড্রোন হামলা চালিয়েছে দেশটি। এবার কৃষ্ণসাগরে রাশিয়ার পতাকাবাহী
একটি ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ নাবিকদের বরাত দিয়ে বার্তা সংস্থা
তাস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
তাস জানায়, শনিবার কার্চ প্রণালির কাছে চালানো ওই হামলায় নৌযানটির ইঞ্জিনরুম
ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার সময় এতে ১১ জন ক্রু ছিলেন। তাদের কেউই হতাহত হননি বলে জানা
গেছে।
নৌ-ড্রোন ব্যাবহার করে সিগ তেলবাহী ট্যাংকারটিতে হামলা চালানো হয় বলে জানিয়েছে
রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন। তারা জানায়, হামলার শিকার ট্যাংকার জাহাজটি ক্রিমিয়া
সেতু থেকে দক্ষিণ দিকে ১৭ মাইল দূরে অবস্থান করছিল।
এ হামলার পর ইউক্রেন কোনো বিবৃতি দেয়নি।
আরআই