গলায় নয়, হৃৎপিণ্ডে বিঁধল মাছের কাঁটা!

নিজস্ব প্রতিবেদক
০৫ অগাস্ট ২০২৩

গলায় মাছের কাঁটা হরহামেশাই বিঁধে থাকে। কিন্তু এই মাছের কাটা কি হৃৎপিণ্ডে গিয়ে বেঁধা সম্ভব? সম্প্রতি এমন একটি ঘটনা জানা গেছে ভারতীয় গণমাধ্যমের বরাতে।


মাছ খেতে খেতে এক ব্যক্তির গলা বেয়ে কাটা চলে গেছে সোজা হার্টে। প্রথমে কিছুই বুঝতে পারেননি সেই ব্যক্তি। কিন্তু কিছুদিনের মাথায় জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তখনই চিকিৎসকরা এক্স-রে করে বিষয়টি জানতে পারেন।


পরীক্ষা করার পর দেখা যায়, কাঁটার কারণে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস নামক ব্যাকটেরিয়াতে আক্রান্ত হয়েছেন ওই ব্যক্তি। রক্তের মধ্যে এই ব্যাকটেরিয়া একবার ঢুকে গেলে গুরুতর সংক্রমণ হতে পারে। এই সংক্রমণ প্রথমে গুরুতর নিউমোনিয়া ঘটায়। এরপর সারা শরীরে সেই সংক্রমণ ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় এই ব্যাকটেরিয়া।


ওই ব্যক্তির পরীক্ষায় কাঁটা ধরা পড়তেই তা অস্ত্রোপচার করে বের করা হয়। চিনের ওই ব্যক্তির ঘটনায় চিকিৎসকরা জানিয়েছেন, এই ব্যাকটেরিয়া মূলত ত্বকের উপর সংক্রমণ ঘটায়। কিন্তু শরীরে প্রবেশ করলে মারাত্মক চেহারা নেয় স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। কিন্তু কাঁটাটি কিভাবে হৃদপিণ্ডে ঢুকল তা এখনও জানতে পারেনি চিকিৎসকরা।


মন্তব্য
জেলার খবর