চীনে বন্যা, অন্তত ২০ জনের প্রাণহানি

রবি
০২ অগাস্ট ২০২৩

চীনের রাজধানী বেইজিং ও এর উত্তরে টানা বর্ষণের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এ বন্যায় অন্তত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছড়া ২৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

 সিনহুয়া জানায়, চীনের রাজধানী বেইজিংসহ দেশটির উত্তরাঞ্চলে একটানা কয়েকদিনের প্রবল বর্ষণে তলিয়ে গেছে ঘর-বাড়ি, রাস্তাঘাটসহ অসংখ্য ফসলি জমি ও স্থাপনা। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। কোথাও কোথাও দেখা দিয়েছে তীব্র যানজট। বন্ধ রয়েছে রেলওয়ে স্টেশন।

 

এদিকে দেশটির হেবেই প্রদেশে বন্যা শুরু হয়েছে। বন্যার কবলে পড়ে ভেঙে গেছে বৈদ্যুতিক খুটি। বিস্তৃর্ন অঞ্চল প্লাবিত। তলিয়ে গেছে ফসলের মাঠ, মানুষের ঘর-বাড়ি। এ ছাড়া রাস্তা-ঘাট ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

 

আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে দেশটির উদ্ধারকর্মীরা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর