মিয়ানমারের সামরিক জান্তা সরকার দেশটির গণতান্তি্রকভাবে নির্বাচিত সাবেক
প্রধানমন্ত্রী অং সাং সু চিকে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে। তাকে ৫টি মামলা থেকে অব্যাহতি
দেওয়া হয়েছে বলে দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে। একইসাথে সাবেক প্রেসিডেন্ট উইন
মিন্টকেও ক্ষমা ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১ আগস্ট) মিয়ানমার নাউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সু চি ও উইন মিন্ট ২০২১ সালের ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে কারাগারে
রয়েছেন। সু চি ১৯টি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন, যার জন্য তাকে ৩৩ বছরের কারাদণ্ড
প্রদান করা হয়েছে। এর মধ্যে তাকে ৫টি মামলা থেকে মুক্তি দেয়া হলো আজ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, 'সংশ্লিষ্ট আদালতের সাজাপ্রাপ্ত আসামি অং সান
সু চিকে ক্ষমা করেছেন রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান।'
জান্তার মুখপাত্র জ মিন তুন ইলেভেন মিডিয়া গ্রুপকে বলেন, ‘সু চি কে ক্ষমা
প্রদানের অর্থ তার কারাদণ্ডের মেয়াদ ছয় বছর কম করা হবে।’
এদিকে সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকেও ক্ষমা ঘোষণা করা হয়েছে। তারও শাস্তির
মেয়াদ চার বছর কম করা হয়েছে বলে জানিয়েছে জান্তা সরকারের মুখপাত্র।
আরআই