মনিপুরের পর হরিয়ানায় জাতিগত সংঘাত, নিহত ৪

রবি
০২ অগাস্ট ২০২৩

জাতিগত সংঘাতের ঘটনা ভারকে নতুন নয়। দেশটির মনিপুর রাজ্যের পর এবার এ আগুনে পুড়ছে হরিয়ানা রাজ্য। ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন।

 

সোমবার ঘটা এ সহিংসতায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জন পুলিশ সদস্যও রয়েছেন।

 

দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, রাজ্যটির নুহু জেলায় একটি ধর্মীয় শোভাযাত্রা বের করে বিশ্ব হিন্দু পরিষদ। মাঝপথে তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে বজরং দলের সমর্থকরা, শুরু হয় সংঘাত। বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়। জীবন বাঁচাতে আশপাশের ধর্মীয় স্থানগুলোতে আশ্রয় নেয় প্রায় তিন হাজার সাধারণ মানুষ।

 

পরিস্থিতি ভয়ানক রূপ ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ। সহিংসতা বন্ধ করতে পুলিশ ফাকা গুলি ছোড়ে। সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

 

এ ঘটনার ঘটনাস্থালে ১৪৪ ধারা জারি করে পুলিশ। সেই সাথে ইন্টারনেট সেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর