ভোটারদের প্রতিশ্রুতি রক্ষা করতে না পেরে নিজ গালে জুতা মারলেন কাউন্সিলর

রবি
০১ অগাস্ট ২০২৩

ভোটারদের সমস্যার সমাধান করতে না পেরে নিজ গালে জুতা মারছেন কাউন্সিলর

নির্বাচনে দাঁড়ানে ভোটারদের কত ধরনেরেই না প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। ভোট পেতে ভোটারদের দোয়ারে দোয়ারে হাঁটেন তারা। কিন্তু ভোটের পর প্রার্থীদের খোঁজ পায় না কেউই। তবে এর ব্যতিক্রম কাজ  করে সবার নজর কাড়লেন ভারতের অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার এক কাউন্সিলর। ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পেরে ভরা মজলিসের মধ্যেই নিজ গালে জুতা মারলেন এক কাউন্সিলর। খবর এনডিটিভির।

 

 

এনডিটিভির জানায়, ওই কাউন্সিলরের নাম মুলাপার্থি রামারাজু। তিনি নারসিপাটনাম মিউনিসিপালিটির একজন কাউন্সিলর। সোমবার পরিষদের বৈঠক চলছিল। নিজ এলাকা বিভিন্ন কাজ নিয়ে আলাপ করছিলেন তিনি। নির্বাচিত হওয়ার ৩১ মাস পার হলেও প্রতিশ্রুত অনেক কাজই করতে পারেননি রাজু। এ বলে আফছোস করতে থাকেন আর হঠাৎ নিজ পায়ের জুতা খুলে মুখে মারা শুরু করেন।

 

জুতা মারার কারণ জানাতে গিয়ে রামারাজু বলেন, আমি কাউন্সিলর নির্বাচিত হয়েছি ৩১ মাস। কিন্তু আমার এলাকায় ড্রেনেজ, বিদ্যুৎ, স্যানিটেশন, রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা সমাধান করতে পারিনি।

 

তিনি বলেন, তিনি সবধরনের চেষ্টা করেছি। কিন্তু ভোটারদের কাছে দেয়া প্রতিশ্রুতি রাখতে পারেননি। তার অভিযোগ, স্থানীয় পৌর কর্মকর্তারা তার ওয়ার্ডকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছেন এবং তিনি তার কোনো ভোটারকে পানির সংযোগও দিতে পারেননি। ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি, এর চেয়ে মরে যাওয়াও ভালো বলে মন্তব্য করেন রাজু।

 

 


মন্তব্য
জেলার খবর