জেলেনস্কির নিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

রবি
০১ অগাস্ট ২০২৩

রুশ ক্ষেপনাস্ত্র হামলায় বিদ্ধস্ত ভবন

দেড় বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। দেশটিকে ইউরোপীয় ইউরোপিয় ইউনিয়নের সদস্যপদ গ্রহণ থেকৈ বিরত রাখা ও নানা অযুহাতে এ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এ পর্যন্ত লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এ যুদ্ধে।

 

এবার দেশটির প্রেসেডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে এক শিশু ও তার মাসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬৯ জন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এখবর জানানো হয়েছে।

 

সোমবার ভোরে হামলা চালানো হয়। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এদিন একটি বহুতল ভবন ও একটি বিশ্ববিদ্যালয় ভবনে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

 

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এক জোড়া ক্ষেপণাস্ত্র একটি আবাসিক ও একটি বিশ্ববিদ্যালয় ভবনে আঘাত হানে। এতে ভবন দুটি বিধ্বস্ত হয়।

 

হামলার ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন জেলেনস্কি। এতে দেখা যায়, একটি নয়তলা আবাসিক ভবনের পাশে ফাঁকা গর্ত থেকে ধোঁয়া বের হচ্ছে। আরেকটি চারতলা ভবন মাটিতে প্রায় মিশে গেছে।

 

শহরের মেয়র আলেক্সান্ডার ভিলকুল বলেন, নিহতদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশু ও তার ৪৫ বছর বয়সী মা রয়েছেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর