লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষ, নিহত ৬

International
৩১ জুলাই ২০২৩

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষের ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ফাতাহ কমান্ডারও রয়েছেন। খবর বিবিসির।

 

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন এবং প্রতিদ্বন্দ্বী অন্য ইসলামপন্থি দলগুলোর মধ্যে আইন আল-হিলওয়েহ ক্যাম্পে সংঘর্ষ শুরু হয়। 

 

ইসলামপন্থি আল-শাবাব আল-মুসলিম গোষ্ঠীর একজন সদস্য শনিবার নিহত হওয়ার জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানিয়েছে ক্যাম্পের একটি সূত্র।

 

এদিকে, সহিংসতায় ছয়জন নিহতের পাশাপাশি লেবাননের বেশ কয়েকজন সেনাও আহত হয়েছেন বলে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে।

 

ইউএন এজেন্সি ফর প্যালেস্টিনিয়ান রিফ্যুজিস ইন লেবাননের (ইউএনআরডব্লিউএ) পরিচালক ডরোথি ক্রাউস বলেছেন, এ ঘটনার পর শিবিরে সংস্থার সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর