রাশিয়ায় ঝড়ের কবলে নিহত ৮

রবি
৩১ জুলাই ২০২৩

রাশিয়ার একটি ক্যাম্প সাইটে ঝড়ে গাছ পড়ে ৮ জন নিহত হয়েছেন। রোববার আঘাত হানা এ ঝড়ে অন্তত ২৭ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইয়োশকার-ওলা শহরের মেয়র ইয়েভজেনি মাসলোভ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেছেন, সব শেষ তথ্যে জানা গেছে মারি এলে হারিকেনের আট জনের মৃত্যু হয়েছে।

 

সাধারণত ছুটি কাটাতে ওই এলাকায় যায় মানুষ। ঘূর্ণিঝড়ের পূর্বে তাদেরকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তা সে সতর্কতাকে অবহেলা করেছিল বলে জানিয়েছে রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ঘূর্ণিঝড়ের সময় ওই অঞ্চলে শত শত মানুষ তাবু খাটিয়ে অবস্থান করছিল।

 

 

এফএফপি/আরআই

 


মন্তব্য
জেলার খবর