পাকিস্তানে আত্মঘাতি বোমা হামলায় নিহত ৩৫

রবি
৩১ জুলাই ২০২৩

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ায় একটি রাজনৈতিক সমাবেশে বোমা হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। দেশটির প্রবীণ রাজনীতিবীদ মাওলানা ফজলুরর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের একটি সমাবেশে এ হামলার ঘটনা ঘটে। আত্মঘাতী এ হামলায় ২শ’ জনের বেশি আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে।

 

আহতদের তিমারগাড়া ও পেশোয়ারের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানিয়েছেন জেলার জরুরি সহায়তা বিভাগের কর্মকর্তারা। খবর দ্যা ডনের।

 

রোববার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিভাগটির জরুরি কর্মকর্তা সাদ খান।

 

সাদ খান জানান, এ হামলায় দলটির গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান নিহত হয়েছেন।

 

এটি একটি আত্মঘাতি বোমা হামলা ছিল বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া (কেপি) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আখতার হায়াত খান।

 

রাজনৈতিক এ দলটির খাইবার পাখতুনখাওয়ার মুখপাত্র আব্দুল জলিল খান জানিয়েছেন, বিকেল ৪টার দিকে মাওলানা লায়েক সমাবেশে ভাষণ দেয়ার সময় বিস্ফোরণটি ঘটে। জেইউআই-এফের এমএনএ মাওলানা জামালউদ্দিন ও সিনেটর আবদুল রশিদ সম্মেলনে উপস্থিত ছিলেন। জেইউআই-এফের তহসিল খার আমির মাওলানা জিয়াউল্লাহ নিহত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর