পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ায় একটি রাজনৈতিক সমাবেশে বোমা হামলায় অন্তত
৩৫ জন নিহত হয়েছেন। দেশটির প্রবীণ রাজনীতিবীদ মাওলানা ফজলুরর রহমানের দল জমিয়ত উলামা
ইসলাম-ফজলের একটি সমাবেশে এ হামলার ঘটনা ঘটে। আত্মঘাতী এ হামলায় ২শ’ জনের বেশি আহত
হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানানো হয়েছে।
আহতদের তিমারগাড়া ও পেশোয়ারের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে
বলে জানিয়েছেন জেলার জরুরি সহায়তা বিভাগের কর্মকর্তারা। খবর দ্যা ডনের।
রোববার পাখতুনখোয়ার বাজুয়ার বিভাগে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিভাগটির জরুরি
কর্মকর্তা সাদ খান।
সাদ খান জানান, এ হামলায় দলটির গুরুত্বপূর্ণ নেতা মাওলানা জিয়াউল্লাহ জান
নিহত হয়েছেন।
এটি একটি আত্মঘাতি বোমা হামলা ছিল বলে জানিয়েছেন খাইবার পাখতুনখোয়া (কেপি)
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আখতার হায়াত খান।
রাজনৈতিক এ দলটির খাইবার পাখতুনখাওয়ার মুখপাত্র আব্দুল জলিল খান জানিয়েছেন,
বিকেল ৪টার দিকে মাওলানা লায়েক সমাবেশে ভাষণ দেয়ার সময় বিস্ফোরণটি ঘটে। জেইউআই-এফের
এমএনএ মাওলানা জামালউদ্দিন ও সিনেটর আবদুল রশিদ সম্মেলনে উপস্থিত ছিলেন। জেইউআই-এফের
তহসিল খার আমির মাওলানা জিয়াউল্লাহ নিহত হয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।
আরআই