ধর্মঘটে গাড়ি বন্ধ, সারারাত পায়ে হেঁটে বিয়ের আসরে পৌঁছালেন বর

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৩

শহর জুড়ে গাড়ি চালকরা ধর্মঘট ডেকেছেন। তাই সব ধরনের গাড়ি চলাচল বন্ধ। এদিকে পাত্রী বসে আছে বরের অপেক্ষায়। যানবাহনের অভাবে যখন বিয়ে পিছিয়ে যাওয়ার জোগাড় তখন বর সিদ্ধান্ত নিলেন হেঁটেই বউ আনতে যাবেন তিনি। তাই একটাও গাড়ি না পেয়ে সারারাত ধরে ২৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে বিয়ের আসরে পৌঁছালেন বর। 


ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার রায়গড় জেলায়। বরযাত্রীসহ নতুন বরের পায়ে হেঁটে বিয়ে করতে যাওয়ার সেই ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে।


পাত্রের বাড়ি ওড়িশার রায়গড় জেলার সুনাখান্ডি পঞ্চায়েত এলাকায়। পাত্রীর বাড়ি সেখান থেকে ২৮ কিলোমিটার দূরে কল্যাণসিংহপুর ব্লকের দিবালপাডু গ্রামে। বিয়ের তারিখ যখন ঠিক হওয়ার সময় ধর্মঘট হওয়ার কথা ছিল না। তবে বিয়ের এক দিন আগেই তারা গাড়ি ধর্মঘটের কথা জানতে পারেন। কীভাবে পাত্রীর বাড়ি পৌঁছবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়ে যান বর-সহ অন্য বরযাত্রীরা। তবে শেষ পর্যন্ত পাত্র নিজেই সমাধান সূত্র খুঁজে বের করেন। গাড়ি না পেলে পায়ে হেঁটেই বিয়ে করতে যাবেন বলে জানান।


তাই বাড়ির কয়েকজন সদস্যকে নিয়ে বিয়ের এক দিন আগেই হবু শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন পাত্র। সারারাত হেঁটে বিয়ের দিন নির্ধারিত সময়ে পাত্রীর বাড়িতে পৌঁছান তারা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিয়ের পিড়িতে বসেন বর। তারপর সুষ্ঠুভাবেই সম্পন্ন হয় বিয়ে। তবে নতুন বউকে নিয়ে আবার পায়ে হেঁটে বাড়ি ফেরার ঝুঁকি নেননি বর। কয়েকজন আত্মীয়কে নিয়ে আপাতত শ্বশুরবাড়িতেই থেকে গেছেন। ধর্মঘট শেষ হলে নববধূকে নিয়ে গাড়ি করে বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন তিনি।


মন্তব্য
জেলার খবর