ওয়াগনার বাহিনী, ফাইল ছবি
পোল্যান্ডে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে শতাধিক ওয়াগনার সৈন্যকে পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যকার একটি এলাকা দিয়ে পোল্যান্ড সীমান্তের দিকে পাঠানো হচ্ছে বলে দাবি করেছে মার্কিন গণমাধ্যম রয়টার্স।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি দাবি করেছেন, বেলারুশ থেকে এসব সেনা অভিবাসী সেজে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করতে পারে।
তার সরকার তথ্য পেয়েছে যে ওয়াগনার সেনারা পোল্যান্ড সীমান্তবর্তী পশ্চিম বেলারুশের গ্রডনো শহরের কাছাকাছি রয়েছে, যেটি সুওয়ালকি করিডোর নামেও পরিচিত। জানান মাতেউস।
তিনি আরো বলেন, রাশিয়ার অন্যতম প্রধান মিত্র বেলারুশ পোলিশ সীমান্ত বাহিনীকে চাপে ফেলার জন্য অভিবাসীদের পশ্চিমে ঠেলে দিচ্ছে। আর পোল্যান্ডসহ গোটা ইউরোপে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এবার ওয়াগনার সেনাদের পাঠানো হয়েছে বলে দাবি তার।
তিনি বলেন, ‘তারা (ওয়াগনার সেনা) সম্ভবত বেলারুশিয়ান সীমান্তরক্ষীদের ছদ্মবেশে থাকবে এবং অবৈধ অভিবাসীদের পোলিশ ভূখণ্ডে প্রবেশ করাতে এবং পোল্যান্ডকে অস্থিতিশীল করতে সাহায্য করবে। তারা অভিবাসী সেজে পোল্যান্ডে অনুপ্রবেশের চেষ্টাও করতে পারে, যা অতিরিক্ত ঝুঁকি তৈরি করবে।’
আরআই