ন্যাটোর সাথে যুদ্ধে জড়ানোর শঙ্কা পুতিনের

রবি
৩০ জুলাই ২০২৩

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে আমেরিকার রোষানলে পড়েছে পুতিন। ইউক্রেনকে একদিকে যেমন সবভাবে সহযোগিতা করছে, তেমনি রাশিয়াকে দমন করতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। আমেরিকার এসব কাজ-কর্ম দেখলে মনেই হতে পারে দেশটি যেন রাশিয়াকে পরাজিত করতে উঠে পড়ে লেগে গেছে।


এরই মধ্যে সামরিক জোট ন্যাটোরও রোষানলে জড়িয়ে পড়েছে রাশিয়া। ন্যাটোর সাথে যে কোনো সময় রাশিয়া সামরিক এ জোটের সাথে যুদ্ধে জড়াতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনের করা এক মন্তব্য সে শঙ্কা যেন আরো বাড়িয়ে দিয়েছে।


রাশিয়ান এবং ন্যাটো সামরিক বাহিনীর মধ্যে ‘সম্ভাব্য সরাসরি সংঘর্ষের’ বিষয়ে শনিবার (২৯ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুতিন বলেছেন, ‘রাশিয়া যেকোনো পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত রয়েছে।’


পুতিন বলেন, 'কোনো পক্ষই সংঘাত চায় না। তবে ‘কেউ যদি তা (সংঘাত) চায় এবং সেটি যদি রাশিয়া না হয়; তাহলে আমরা প্রস্তুত’।



ক্রেমনিল জানিয়েছে, রাশিয়া ও ন্যাটোর মধ্যে সম্ভাব্য সরাসরি সংঘর্ষের ঝুঁকি সম্পর্কে আগে থেকেই ওয়াশিংটন এবং তার মিত্রদের সতর্ক করে আসছে মস্কো, বিশেষ করে ইউক্রেনে চলমান সংঘাতের মধ্যে। বারবার সতর্ক করা হলেও কিয়েভকে অস্ত্র সহায়তা দেয়া অব্যাহত রেখেছে পশ্চিমারা, যা কেবল শত্রুতা বাড়িয়েছে এবং চলমান সংকটকে আরও গভীর করছে। আরআই


মন্তব্য
জেলার খবর