কথায় আছে অভাবে স্বভাব নষ্ট। পেটে ক্ষুধা থাকলে মানুষ যে কোনো কাজই করতে
পারে। সে যত নিম্নমানের কাজই হোক না কেন। তবে অভাব নয় এবার শখ পূরণ করতে নিজেদের ৮
মাস বয়সী ছেলেকে বিক্রি করেছে এক দম্পতি।
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার পানিহাটির গঙ্গানগর এলাকায়
এ ঘটনা ঘটে। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ২৪ পরগণার বাসিন্দা জয়দেব ঘোষ ও সাথী ঘোষের
সাত বছর বয়সী একটি মেয়ে ও আট মাসের একটি ছেলে রয়েছে। তবে ফোন কিনতে তারা ছেলেকে বিক্রি
করে দিয়েছেন।
এ ঘটনায় পুলিশ এরই মধ্যে সাথী ঘোষকে আটক করেছে। তবে তার স্বামীকে আটক করতে
পারেনি। তাকে ধরতে অভিযান চালু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জিজ্ঞাসাবাদে বিক্রি হওয়া শিশুটির মা অপরাধ স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে,
তিনি ও তার স্বামী রাজ্যজুড়ে ভ্রমণ করে তার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতে চেয়েছিলেন।
এ কারণেই তারা সন্তান বিক্রি করেন।
আরআই