ব্রাজিলে কৃষি খামারে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। দেশটির
দক্ষিণাঞ্চলে পারানা রাজ্য কৃষি খামারের একটি কুয়ায় একের পর এক বিষ্ফোরণ হয়। এতে আরো
১১ জন আহতের খবর পাওয়া গেছে। তবে কী কারণে বিষ্ফোরণ হয়েছে, তা জানা যায়নি।
স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। এএফপি একটি প্রতিবেদনে শুক্রবার
এ খবর জানিয়েছে।
প্রাদেশিক গভর্নর এক বিবৃতি জানিয়েছে, ‘বুধবার (২৬ জুলাই) পালোটিনা পৌরসভার
সি ভ্যালে এগ্রো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির একটি খামারের কুয়ায় ধারাবাহিক বিস্ফোরণের
ঘটনা ঘটে। এতে এখনো একজন নিখোঁজ রয়েছেন।’
পারানা ফায়ার সার্ভিসের মুখপাত্র তিয়াগো জাজকা বার্তাসংস্থা বলেন, খামারের
একটি কুয়ায় ওইদিন পরপর তিনবার বিস্ফোরণ ঘটে।
সি ভ্যালে এগ্রো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি একটি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত
করে বলেন, ‘পালোটিনায় আমাদের কেন্দ্রীয় শস্য খামারে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে।
কিন্তু এ বিস্ফোরণ কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।’
কোম্পানির প্রধান আলফ্রেডো ল্যাং একটি ভিডিও বার্তায় বলেন, তিনি এ দুর্ঘটনায়
আতঙ্কিত। একটি টেকনিক্যাল টিম বিস্ফোরণের কারণ জানার জন্য কাজ করছে।
সি ভ্যালে এগ্রো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি সাধারণত সয়াবিন, গম ও ভুট্টা
উৎপাদন করে থাকে।
আরআই