দফা এক, দাবি এক- শেখ হাসিনার পদত্যাগ: ফখরুল

রবি
২৮ জুলাই ২০২৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গ্রেফতার করে বিএনপিকে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন থেকে সরানো যাবে না মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার সবকিছু ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচন ব্যাবস্থা শেষ করে দিয়েছে। এদের অধীনে কোনো নির্বাচন হবে না। দফা এক, দাবি এক- শেখ হাসিনার পদত্যাগ। পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

 

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

 

ফখরুল বলেন, ‘আজকের এ মহাসমাবেশ পরিবর্তনের মাইলফলকের বাংলাদেশ গড়ার সমাবেশ। এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করেছিল এ আওয়ামী লীগ। জিয়াউর রহমানকে হত্যা করে তার আদর্শ গণতন্ত্রকে বিলীন করতে চেয়েছিল, কিন্তু তারই উত্তরসূরী খালেদা জিয়া ৯০-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন করে গণতন্ত্র পুনরুদ্ধারে করেছিলেন।’

 

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ বলেছিল, ১০ টাকা সের চাল খাওয়াবে, কিন্তু এখন চালের দাম ৮০ থেকে ৯০ টাকা। ঘরে ঘরে চাকরি দিবে কিন্তু এখন ২০ লাখ টাকা ঘুষ না দিলে চাকরি হয় না। আবার আওয়ামী লীগ না করলে চাকরি হয় না। আমাদের দেশের মানুষেরা কষ্ট করে ডলার রিজার্ভ বাড়ায় আর তারা তা বিদেশে পাচার করে। এরা অমানবিক সরকার।’

 

আরআই


মন্তব্য
জেলার খবর