নেদারল্যান্ডসে তিন হাজার বৈদ্যুতিক গাড়ি নিয়ে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে
একটি জাহাজ। আগুন লাগার এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। খবর রয়টার্সের।
রয়টার্স জানায়, ফ্রিম্যানটেল হাইওয়ে নামের ১৯৯ মিটারের মালবাহী জাহাজটি
পানামার। নিয়ে জার্মানির ব্রেমারহ্যাভেন বন্দর থেকে থেকে মিসরের দিকে রওনা হয়েছিল জাহাজটি।
বন্দর থেকে ১৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নেদারল্যান্ডসের সমুদ্রসীমায় ঢোকার পর হঠাৎ আগুন
লাগে জাহাজটিতে।
আগুন লাগার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। পুড়ে ছাই হয়েছে ৩ হাজার গাড়ি। তবে
কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।
আগুন লাগার পর জাহাজটিতে আটকা পড়ারে উদ্ধারেএগিয়ে আসে নেদারল্যান্ডসের সরকারি
উদ্ধারকারী প্রতিষ্ঠান দ্য রয়েল ডাচ রেসকিউ কোম্পানির (কেএনআরএম)। একটি উদ্ধারকারী
জাহাজের ক্যাপ্টেন উইলার্ড মলিনার বলেন, ‘আগুন লাগার পর অত্যন্ত দ্রুতগতিতে তা ছড়িয়ে
পড়ে এবং প্রচুর ধোঁয়া উঠছিল সেখান থেকে। কয়েকজন ক্রুকে সেখান থেকে উদ্ধার করেছি।’
উদ্ধারকারী জাহাজ প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু তাতে সফল না হওয়ায়
সে প্রচেষ্টা থেকে বের হয়ে আসে তারা। বর্তমানে হুকের সাহায্যে জাহাজটিকে ভাসিয়ে রাখা
হয়েছে।
আরআই