মন্তব্য
ইকুয়েডরের গুয়াকিলের গুয়াআসে গ্যাং ওয়ারের ঘটনায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর দেশটির সব কারাগারে ৬০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর আল জাজিরার।
কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ হাজার ৭শ' সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন গুয়াকিল প্রশাসনের কৌঁসুলি।
ইকুয়েডর কর্তৃপক্ষ জানিয়েছে, গুয়াআস কারাগারের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। কারাগারটিতে বর্তমানে ৫ হাজার ৬০০ বন্দী রয়েছেন।
সরকার জানিয়েছে, এই গ্যাং ওয়ারের সময় অন্তত ১২০ জন কারারক্ষীকে জিম্মি করেছিল গ্যাংগুলো। তাদের সবাইকে মুক্ত করা হয়েছে। দেশের ৬টি কারাগারে এই সংঘর্ষ সংঘটিত হয়।
আরআই