ইউক্রেনে রুশ সামরিক অভিযানের শুরু থেকেই যুক্তরাষ্ট্র দেশটিকে সবধরনের সহযোগিতা করে আসছে। রাশিয়াকে পরাজিত করতে নিষেধাজ্ঞা থেকে শুরু করে সবকিছুই করেছে বাইডেন। দফায় দফায় অস্ত্র ও অর্থ পাঠিয়েছে দেশটি।
এরই ধারাবাহিকতায় আবারও নতুন সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে আমেরিকা। এবারের প্যাকেজের পরিমাণ ৪০ কোটি মার্কিন ডলার।
এ প্যাকেজের মধ্যে রয়েছে আকাশপ্রতিরক্ষা সামরিক সরঞ্জামের পাশাপাশি অত্যাধুনিক সাঁজোয়া যান থাকছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী নতুন নিরাপত্তা সহায়তা প্যাকেজে থাকছে, প্যাট্রিয়ট আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা এবং ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমস (নাসামস), অত্যাধুনিক হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস বা হিমার্স-এর জন্য অতিরিক্ত গোলাবারুদ। ১৫৫ ও ১০৫ মিলিমিটারের গোলাবারুদ ও জ্যাভলিন।
আরআই