গাড়ির কাঁচ ভেঙে শিশুকে সন্তানকে বাঁচালেন বাবা

রবি
২৬ জুলাই ২০২৩

যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, প্রচন্ড রোঁদের মধ্যে কোনো গাড়ি রাখলে, ১০ মিনিটের মধ্যে গাড়ির ভেতরের তাপমাত্রা ২০ ডিগ্রি পর্যন্ত বেড়ে যায়। এতে গাড়ির মধ্যে আটকে পড়া শিশু মারা যেতে পারে।


গাড়ির ভেতর আটকা পড়ে যুক্তরাষ্ট্রে শিশু মৃত্যুর ঘটনা নতুন নয়। সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের টেক্সাস। 


বাইরে প্রচণ্ড গরম। শিশুকে তাই গাড়ির মধ্যে রেখে বের হন স্বামী-স্ত্রী। কিন্তু ভুলে চাবি রেখে আসেন গাড়ির মধ্যে। শিশু যদি গাড়ির মধ্যে বেশিক্ষণ আটকে থাকে, তাহলে ঘটতে পারে দুর্ঘনা- এমন আশঙ্কায় গাড়ির সামনের কাঁচ ভাঙতে শুরু করেন বাবা। কিছুক্ষণ প্রচেষ্টার পর কাঁচ ভেঙে ফেলেন। বের করে নিয়ে আসেন কলিজার টুকরাকে। ছেলেকে বের করতে পেরে শরীরে যেন প্রাণ ফিরে আসে বাবার।


১৯ জুলাই যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণাঞ্চলের হার্লিনগেনে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ওইদিন এ শহরটিতে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।


 আরআই


মন্তব্য
জেলার খবর