মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ৫০ সেনা নিহত

রবি
২৬ জুলাই ২০২৩

গত চার দিনে মিয়ানমারে জান্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন সেনা সদস্য নিহত হয়েছেন। বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরাও এ সশস্র সংঘর্ষে নিহত হয়েছেন। তবে তাদের সংখ্যা সঠিকভাবে জানা যায়নি।

 

গত বৃহস্পতিবার (২০ জুলাই) থেকে রোববার (২৩ জুলাই) পর্যন্ত দেশটির চীন, কারেন ও সাগাইং প্রদেশে জান্তা বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে বিদ্রোহীগোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস 'পিডিএফ'এর সদস্যরা। খবর ইরাবতির।

 

ইরাবতি জানিয়েছে, কারেন প্রদেশে জান্তা বাহিনীর কয়েকটি সেনা ঘাঁটি দখলে নিয়েছে সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী 'পিডিএফ'। সেনাদের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করার কথাও জানিয়েছে পিডিএফ। কারেন ছাড়াও চীন ও সাগাইং প্রদেশেও জান্তা সেনার কয়েকটি ঘাঁটিতে হামলা চালায় বিদ্রোহীগোষ্ঠীটি।

 

আরআই


মন্তব্য
জেলার খবর