যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। কোরিয়া উপদ্বীপে
আমেরিকার পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করে। এর কয়েক ঘন্টা পরই জোড়া ব্যালিস্টিক
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এদিকে জাপান সাগরে যৌথ সামরিক মহড়া শুরু
করেছে চীন ও রাশিয়া।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রবাহী
একটি সাবমেরিন দক্ষিণের একটি নৌ বন্দরে আসার কয়েক ঘণ্টা পরই সোমবার (২৪ জুলাই) গভীর
রাতে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও উত্তর
কেরিয়ার এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে।
উত্তর কোরিয়ার এমন পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী
ফুমিও কিশিদা বলেছেন, উত্তর কোরিয়ার এ ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলকে ঝুঁকির মুখে ফেলছে।
উত্তর কোরিয়া দ্রুত পাল্টা জবাব হিসেবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা শুধুমাত্র জাপানের
নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যই নয়; পুরো বিশ্বের জন্য অশনি সংকেত। এ ধরনের পদক্ষেপ
কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবনা অনুযায়ী এটি পুরোপুরি
বেআইনি কাজ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আরআই