নিখোঁজ নন, বরখাস্ত করা হয়েছে চীনা পররাষ্ট্র মন্ত্রীকে

রবিউল ইসলাম
২৫ জুলাই ২০২৩

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে বরখাস্ত করা হয়েছে। তাকে বরখাস্ত করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনীতিক ওয়াং ই’কে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। মঙ্গলবার পার্লামেন্টে একটি অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেই জায়গায় ওয়াং ই’কে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

 

৫৭ বছর বয়সী এ রাজনীতিবীদ দীর্ঘ একমাস ধরে লোকচক্ষুর অন্তরালে ছিলেন। তার হঠাৎ এমন উধাও হয়ে যাওয়া নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার ঝর ওঠে।

 

গত সপ্তাহে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, স্বাস্থ্যগত কারণে ইন্দোনেশিয়ায় কূটনীতিকদের একটি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। কিন্তু পরক্ষণেই মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এ লাইনটুকু সরিয়ে ফেলা হয়। তার পরিবর্তে পূর্বসূরি চীনা কমিউনিস্ট পার্টির ফরেন অ্যাফেয়ার্স কমিশনের পরিচালক ওয়াং ই সেই অনুষ্ঠানে যোগ দেন।

 

দেশটির ইতিহাসে কিন গ্যাং সবচেয়ে কম বয়সী পররাষ্ট্রমন্ত্রী। দুই বছর যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত হিসেবে কাজ করার পর ২০২২ সালের ডিসেম্বরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর