মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের রূদ্ধদার বৈঠক

বাংলাদেশ২৪ অনলাইন ডেস্ক
০৪ জুলাই ২০২৩

null

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের ব্যাপারেই আলোচনা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি, বিএনপির কী চিন্তা, কী ভাবছে, কী করছে বিষয়গুলো আলোচনা হয়েছে।


মঙ্গলবার ( জুলাই) বিকাল ৩টায় রাজধানী ঢাকায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে বৈঠক শুরু হয়।  এক ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক আলোচনার বিষয়টি সাংবাদিকদের জানান মির্জা ফখরুল। মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টা আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেন ইইউ রাষ্ট্রদূত।

বিএনপির মহাসচিব বলেন, বৈঠকে সংলাপের বিষয়ে কোনও আলোচনা হয়নি। আগামী সপ্তাহে  ইউরোপীয় ইউনিয়ন থেকে একটা এক্সপার্ট টিম দেশে আসবে। এ টিমের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলসহ  সিভিল সোসাইটির আলোচনা হবে। টিমের অ্যাডভান্সার আলোচনার ব্যাপারেই আলোচনা হয়েছে।

নির্বাচন সংক্রান্ত প্রেসক্রিপশন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, প্রেসক্রিপশনের প্রশ্নই উঠতে পারে না, কিসের প্রেসক্রিপশন?  তিনি জানান, নির্বাচন হতে হবে সুষ্ঠুভাবে। আর নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু অবাধ নির্বাচন সম্ভব নয়। নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন সম্ভব না।

 

বিডি/আর/এমকে


মন্তব্য
জেলার খবর