হন্ডুরাসে সহিংসতা, ২২ জনের মৃত্যু

Rabiul Islam
২৭ জুন ২০২৩

ছবি : সংগৃহিত

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবদি দেশটির রাষ্ট্রপতি জিওমারা কাস্ত্রো চোলোমাতে আগামী ১৫ দিনের জন্য কারফিউ ঘোষণা করেছেন।

উত্তর হন্ডুরাসে চলমান সহিংসতায় ২২ জন প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির দুটি শহরে কারফিউ জারি করা হয়েছে। রোববার রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

পুলিশ কর্মকর্তা এডগার্দো বারাহোনা জানিয়েছেন, শনিবার রাতে উত্তরাঞ্চলীয় উৎপাদনকারী শহর চোলোমার একটি পার্শ্ববর্তী বিলিয়ার্ডস হলে ভারী অস্ত্রধারীরা গুলি চালায়, এতে ১১ জন নিহত হন। আরও তিনজন গুরুতর আহত হন।

 

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবদি দেশটির রাষ্ট্রপতি জিওমারা কাস্ত্রো চোলোমাতে আগামী ১৫ দিনের জন্য রাত ৯ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেছেন।

 

রয়টার্স/আরআই


মন্তব্য
জেলার খবর