ছবি : সংগৃহিত
সম্প্রতি রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে ভাড়াটে যোদ্ধা হিসেবে যুদ্ধ
করা ওয়াগনার বাহিনী বিদ্রোহ করে। ইউক্রেন ছেড়ে মস্কো ফিরে যেতে শুরু করে তারা।
এরপর পুতিনের সাথে ভুল বোঝাবুঝির অবসান হলে ফের তারা ক্যাম্পে ফিরে যায়।
এ ঘটনা উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্রঅদিমির পুতিন বলেছেন,
রাশিয়ায় ওয়াগনার বাহিনীর বিদ্রোহের ঘটনায় শত্রুদের হিসাব ভুল ছিল। এদিকে পুতিনকে
উৎখাত করতে ওয়াগনার বিদ্রোহ করেননি বলে দাবি করেছেন বাহিনীটির প্রধান প্রিগোজেনের।
বিদ্রোহের পর স্থানীয় সময় সোমবার রাতে প্রথমবার প্রকাশ্যে বক্তব্য
দেওয়ার সময় পুতিন এসব কথা বলেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ওই ভাষণে তিনি বলেন,
রাশিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টির সব চেষ্টা ব্যর্থ হয়েছে।
বিদ্রোহ থেকে বেরিয়ে আসায় ওয়াগনার বাহিনীকে ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন,
রক্তপাত এড়াতে যা করা দরকার তাই করা হয়েছে।
আরআই