ভারতের হিমাচলে টানা বর্ষণে ছ’জনের মৃত্যু

Rabiul Islam
২৭ জুন ২০২৩

ভারী বৃষ্টিপাতে ফলে ভারতের হিমাচলে ভূমিধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসে বন্ধ হয়ে পড়েছে প্রধান সড়ক। ফলে আটকা পড়েছেন ২০০ জনেরও বেশি পর্যটক আটকা পড়েছেন। এ পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১০ জনেরও বেশি আহত হয়েছেন।

 

হড়কা বান ও ভারী বর্ষণের কবলে পড়ে ৩০৩টি পশু মারা গেছে। টানা বৃষ্টিপাত ও ভূমিধসে ১২৪টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

হিমাচলের বিভিন্ন এলাকায় ধসের ফলে রবিবার সন্ধ্যা থেকে মান্ডি ও কুলুর মধ্যে সংযোগকারী জাতীয় সড়ক অবরুদ্ধ বন্ধ হয়ে পড়েছে। চরম ভোগান্তির মুখে পড়েছেন পর্যটকরা। অন্তত ১৫ কিলোমিটার রাস্তা জুড়ে চরম যানজটে নাকাল অবস্থা সাধারণ মানুষের।  

 

আনন্দবাজার/আরআই


মন্তব্য
জেলার খবর