মন্তব্য
ভারী বৃষ্টিপাতে ফলে ভারতের হিমাচলে ভূমিধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসে বন্ধ
হয়ে পড়েছে প্রধান সড়ক। ফলে আটকা পড়েছেন ২০০ জনেরও বেশি পর্যটক আটকা পড়েছেন। এ পর্যন্ত
ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১০ জনেরও বেশি আহত হয়েছেন।
হড়কা বান ও ভারী বর্ষণের কবলে পড়ে ৩০৩টি পশু মারা গেছে। টানা বৃষ্টিপাত
ও ভূমিধসে ১২৪টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
হিমাচলের বিভিন্ন এলাকায় ধসের ফলে রবিবার সন্ধ্যা থেকে মান্ডি ও কুলুর মধ্যে
সংযোগকারী জাতীয় সড়ক অবরুদ্ধ বন্ধ হয়ে পড়েছে। চরম ভোগান্তির মুখে পড়েছেন পর্যটকরা।
অন্তত ১৫ কিলোমিটার রাস্তা জুড়ে চরম যানজটে নাকাল অবস্থা সাধারণ মানুষের।
আনন্দবাজার/আরআই