পীরগঞ্জে চালককে জবাই, অটোভ্যান ছিনতাই

১৪ ডিসেম্বর ২০২১

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে এক অটোভ্যান চালককে জবাই করা হয়েছে। এ সময় তার অটোভ্যানটি ছিনতাই করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কৈগাড়ি গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

হত্যাকাণ্ডের শিকার চালকের নাম মোকসেদ আলী (৪৭), তিনি উপজেলার হাতিবান্ধা  দাড়িয়াপুর গ্রামের মৃত্যূ খেজের উদ্দিনের  ছেলে।

জানা গেছে, সোমবার রাত ১১ টার দিকে  অটোভ্যান নিয়ে বাড়ি ফেরার পথে ঘটনার শিকার হন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

আব্দুল হাকিম ডালিম/এমকে

 


মন্তব্য
জেলার খবর