চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা রয়েছে পুলিশের

নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৫

পুলিশের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি চ্যালেঞ্জ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে এক সভায় সভাপতির বক্তৃতায় আইজিপি কথা বলেন। আইজিপি আরও বলেন, অতীতে নির্বাচন ঘিরে পুলিশ সম্পর্কে জনমনে সৃষ্ট নেতিবাচক ইমেজ থেকে বেরিয়ে আসার একটা বড় সুযোগ হচ্ছে আগামী নির্বাচন। সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জনে সচেষ্ট থাকতে হবে সবাইকে

সভায় নির্বাচন সামনে রেখে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেন পুলিশ প্রধান। সেই সঙ্গে অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কার সম্পর্কে প্রচারণা বাড়ানোর ওপর জোর দেন।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর