মন্তব্য
পুলিশের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি চ্যালেঞ্জ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, এ চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে এক সভায় সভাপতির বক্তৃতায় আইজিপি এ কথা বলেন। আইজিপি আরও বলেন, অতীতে নির্বাচন ঘিরে পুলিশ সম্পর্কে জনমনে সৃষ্ট নেতিবাচক ইমেজ থেকে বেরিয়ে আসার একটা বড় সুযোগ হচ্ছে আগামী নির্বাচন। এ সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জনে সচেষ্ট থাকতে হবে সবাইকে ।
সভায় নির্বাচন সামনে রেখে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেন পুলিশ প্রধান। সেই সঙ্গে অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কার সম্পর্কে প্রচারণা বাড়ানোর ওপর জোর দেন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে