নির্বাচনের আগে কমিয়ে আনা হবে সিম নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৫

সিমের মাধ্যমেই অনেক ধরনের ঘটনা ঘটে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,  সিমের ব্যাপার  অনেকভাবে আলোচনা করেছি আমরা। ব্যক্তিপর্যায়ের সিম যতটা পারি নিবন্ধন কমিয়ে আনব। নির্বাচনের আগে সিম নিবন্ধন কমে নিয়ে আসবো। নির্বাচনের পরেও কাজ হবে এটা নিয়ে।

রোববার (২৬ অক্টোবর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। তিনি জানান, সরকার সিম কার্ডগুলো কমিয়ে আনতে চাচ্ছে। একটা প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে কমিয়ে ফেলা হবে। সরকারের লক্ষ্য হচ্ছে ব্যক্তি পর্যায়ে সিম নিবন্ধন কমিয়ে পাঁচটি করা। নির্বাচনের আগে এটা কমিয়ে সাতটিতে এবং পরে আরও কমিয়ে পাঁচটি করা হবে। পারলে এটাকে দুটি করা হবে।

উপদেষ্টা বলেন, অবৈধ সিম দিয়ে কেউ অপরাধ করলে পরে সিমের মালিককে শনাক্ত করা হয়। তাই এ সিম নিয়ে কাজ করছি আমরা। এ সমস্যাটা কীভাবে পুরোপুরি সমাধান করা যায়, সেটা নিয়ে কাজ চলছে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর