নির্বাচনের জন্য সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে

নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে।

সোমবার (২৭ অক্টোবর) কমনওয়েলথ ইলেক্টোরাল সাপোর্ট সেকশনের (ইএসএস) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকায় সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে সাক্ষাৎ করতে যান প্রতিনিধিদল।

উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় আট লাখ সদস্য দায়িত্ব পালন করবে। সশস্ত্র বাহিনীর প্রায় ৮০ হাজার সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সদস্যর জন্য নির্বাচনী মহড়া প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিটি নির্বাচন কেন্দ্রের সঙ্গে সুষ্ঠু সময়োপযোগী যোগাযোগের জন্য পুলিশ সদর দপ্তর এবং প্রতিটি জেলায় নির্বাচন নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এবং কর্তব্যরত পুলিশের জন্য বডি ওর্ন ক্যামেরা এবং প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর